রাস্তার পাশে বা খোলা মাঠের ওপর দিয়ে অনেক সময় হাই ভোল্টেজের তারে বড় বড় উজ্জ্বল রঙের বল দেখা যায়। এগুলোকে বলা হয় অ্যাভিয়েশন মার্কার বল। সাধারণ মানুষ অনেক সময় ভাবেন এগুলো কেবল সতর্কবার্তা, কিন্তু এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক কারণ।

প্রথমত, এগুলো বিমান ও হেলিকপ্টারের জন্য সুরক্ষা নিশ্চিত করে। আকাশে টানা তারগুলো অনেক সময় খালি চোখে দেখা যায় না, বিশেষ করে কুয়াশা, সন্ধ্যা বা রাতের সময়। উজ্জ্বল রঙের মার্কার বলের মাধ্যমে পাইলট সহজেই তারগুলো দেখতে পান এবং এড়িয়ে যেতে পারেন।

দ্বিতীয়ত, মার্কার বল পাইলটদের জন্য একটি ভিজ্যুয়াল গাইডের কাজ করে। ছোট বিমান বা হেলিকপ্টার যখন নদী, গ্রাম বা শহরের মধ্যে দিয়ে উড়ে যায়, তখন দূর থেকে এই বলগুলো চোখে পড়লে তারা বুঝতে পারেন কোথায় তার ঝুলছে।

তৃতীয়ত, দুর্ঘটনা প্রতিরোধে এই বলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক দেশে আইন অনুযায়ী হাই ভোল্টেজ লাইনে মার্কার বল বসানো বাধ্যতামূলক। কারণ যদি বিমানের ডানা বা হেলিকপ্টারের ব্লেড হাই ভোল্টেজ লাইনে লেগে যায়, তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সবশেষে, সব মার্কার বল লাল হয় না। অনেক সময় কমলা, সাদা বা হলুদ রঙের বলও ব্যবহার করা হয়, যাতে দূর থেকে সহজেই তা চোখে পড়ে।

ফলে, এই বলগুলো কেবল সৌন্দর্য বা শোভার জন্য নয়, বরং আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews