চালকবিহীন গাড়ি তৈরির দৌড়ে এবার কোমর বেঁধে নামছে অ্যাপল। এ জন্য চালকবিহীন গাড়ির উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান ‘ড্রাইভডটএআই’ কেনার পরিকল্পনা এঁটেছে প্রযুক্তি জায়ান্টটি। এ বিষয়ে কাজও শুরু করেছে প্রতিষ্ঠান দুটি। এর ফলে আগামীতে অ্যাপলের চালকবিহীন গাড়ি তৈরির প্রকল্পে ‘ড্রাইভডটএআই’ প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করবেন। উল্লেখ্য, এর আগে চালকবিহীন গাড়ি তৈরির জন্য বিখ্যাত গাড়ি নির্মাতা ফোকসভাগেনের সঙ্গে চুক্তি করলেও সফলতা পায়নি। রাস্তায় পরীক্ষামূলকভাবে চলার সময়ই দুর্ঘটনার কবলে পড়েছিল অ্যাপলের চালকবিহীন গাড়ি। এর পরই চালকবিহীন গাড়ির জন্য সফটওয়্যার তৈরিতে মনোযোগী হয় অ্যাপল।

টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : ইন্টারনেট



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews