চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রফিক (৬৫) ও সুমন ত্রিপুরা (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া,

গেল ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। 

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। 



মৃত দুইজনের মধ্যে মো. রফিক গত ২৩ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং গত ২৯ অক্টোবর তিনি মারা যান।

এছাড়া ডেঙ্গু উপসর্গ নিয়ে ২৯ অক্টোবর চমেক হাসপাতালে ভর্তি হন সুমন ত্রিপুরা। ওই দিনেই তিনি মারা যান। 

এর আগে গত মঙ্গলবারও ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫ জন। এর মধ্যে চলতি অক্টোবর মাসে মারা গেছে ৯ জন।  

জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯২ জন। চলতি অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ জন। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত এখনও কমেনি। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও অনেক বেশি সতর্ক হবে।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews