ডারবান টেস্টে শ্রীলঙ্কাকে ৫১৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৬৬ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। জবাবে খেলতে নেমে ১০৩ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। এতে করে বড় হারের শঙ্কায় পড়েছে লঙ্কানরা।
আগের দিনই তিন উইকেটে ১৩২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টিয়ান স্টাবস ১৭ ও টেম্বা বাভুমা ২৪ রান নিয়ে দিন শেষে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই দুই ব্যাটারই। স্টাবস ফিরেছেন ২২১ বলে ১১৩ রানের ইনিংস খেলে।
তার ইনিংস জুড়ে দুটি ছক্কা ও ৯টি চারের মার ছিল। এদিকে সেঞ্চুরি তুলে নিয়ে ১১৩ রান করে ফিরেছেন বাভুমা। ইনিংস জুড়ে তার ব্যাট থেকে এসেছে ৯টি চারের মার। বাভুমা আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।
অবশ্য ডেভিড বেডিংহ্যাম অপরাজিত থাকেন ২১ রান করে। লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট শিকার করেন বিশ্ব ফার্নান্দো ও প্রবাথ জয়াসুরিয়া। আর একটি উইকেট ঝুলিতে তুলেছেন আভিস্কা ফার্নান্দো। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে স্বস্তিতে নেই লঙ্কানরা।
মাত্র ৩৮ রানের মধ্যেই উপরের সারির দুই ব্যাটারকে হারায় সফরকারীরা। মাত্র ৪ রান করে কাগিসো রাবাদার বলে স্লিপে স্টাবসের হাতে ক্যাচ দিয়েছেন দিমুথ করুনারত্নে। পাথুম নিশাঙ্কা ২৩ রান করে জেরাল্ড কোয়েতজির বলে এলবিডব্লিউ হয়েছেন।
অ্যাঞ্জেলো ম্যাথুসকে ইনিংস বড় করতে দেননি পেসার মার্কো জানসেন। এই পেসারের লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ম্যাথুস। এরপর দীনেশ চান্দিমালকে সঙ্গ দিতে পারেননি কামিন্দু মেন্ডিসও। তিনি ফিরেছেন জানসেনের দ্বিতীয় শিকার হয়ে ১০ রান করে।
শেষ বিকেলে থিতু হতে পারেননি প্রবাথ জয়াসুরিয়াও। তিনি মাত্র ১ রান করে রাবাদার বলে শর্ট লেগে ক্যাচ দেন টনি ডি জর্জির হাতে। এরপর অবশ্য আর কোনো বিপদ হতে দেননি চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। চান্দিমাল অপরাজিত আছে ২৯ রান করে। সিলভা ব্যাটিং শুরু করবে শূন্য থেকে।
বিডি প্রতিদিন/কেএ