গত তিনটি সংসদ নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরই পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) সংশ্লিষ্টদের তথ্য দিতে দিতে বলেছে ইসি।
গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার পর পিবিআই সুষ্ঠু তদন্তের জন্য তথ্য চাইলে ইসি এ তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়। ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মনির হোসেনের রবিবার (২০ জুলাই) সই করা চিঠি ইতিমধ্যে বিভাগীয় কমিশনার ও ডিসিদের পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী বা বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো প্রয়োজন।
প্রসঙ্গত, সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) রিটার্নিং কর্মকর্তা, ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে এবং নির্বাচন কর্মকর্তারা থাকেন সহকারী হিসেবে। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিয়োজিত থাকেন।