আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি। বিয়ে হয়েছে ১ বছর হল। সম্পর্ক ভালই চলছিল। কিন্তু এক ঘেয়ে জীবন। অফিস বাসা অফিস বাসা।আমার বউ গত মাসে বিবিএ শেষ করেছে। কিন্তু সে চাকরী করতে চা না। আমার বউয়েরই এক বান্ধবীর সাথে আমার অনেক ভাল একটা বন্ধুত্ব হয়েছিল। ও আমার একঘেয়ে জীবনটা একটু রঙ্গিন করেছিল।

মেয়েটি আমার অফিসের পাশে একটা মহিলা হোস্টেলে থাকে। মাঝে মাঝে আমার অফিসেও আসে। মাঝে মাঝে আমরা লাঞ্চ করি বাইরে। আমার বউ তাঁর বান্ধবীর সাথে মেলামেশা একদম এ পছন্দ করে নাহ। মেয়েটি আমার বউয়ের ক্লোজ বান্ধবী, কিন্তু দুইজনই দুইজনকে অনেক হিংসা করে । আমার বউ বলে বান্ধবী অনেক আলট্রা মডার্ন। সব দিক দিয়েই। ওর অনেকগুলা প্রেমিকও ছিল আগে।

একদিন অফিস থেকে বাসাতে ফিরে দেখি বউ তাঁর বান্ধবীর সাথে ফোনে কথা বলছে আর অনেক ঝগড়া করছে আমাকে নিয়ে। আমাকে দেখে ফোন রেখে আমার সাথে ঝগড়া শুরু করে। আমি ওইদিন রাগ করে বাসা থেকে বের হয়ে যাই গাড়ি নিয়ে।

এক পর্যায়ে বান্ধবীকে ফোন দিলাম। সেও অনেক আপসেট ছিল আমারই মত। ওকে হোস্টেল থেকে পিক করে নিলাম। তারপর দুজনে লং ড্রাইভ এ গেলাম। একটা নির্জন রাস্তাই এসে গাড়ির স্টার্ট বন্ধ করে আমি ওর হাত ধরলাম। কিস করলাম। আমরা দুজনেই সোমার ব্যবহার এ অনেক আপসেট ছিলাম। পৃথিবীর সব চিন্তা বাদ দিয়ে সেদিন আমরা শারীরিক সম্পর্কে মেতে উঠি। ওইদিন ভোরে ঢাকাতে ফিরি।

এরপর থেকে বান্ধবীকে নিয়ে মাঝে মাঝে রুমডেট করতাম ঢাকার বড়বড় হোটেলগুলাতে। যেহেতু আমরা কিছু না করেই বউ আমাদেরকে সন্দেহ করে, তাই আমি এগুলা করি। আমাকে একটু পরামর্শ দিবেন, আমি এখন কী করবো? আমার কী করা উচিৎ?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews