আজ পিটারসেনের উইকেট আরও আগেই নিতে পারত ভারত। ৫৯ রানের মাথায় (দিনের সপ্তম ওভারে) বুমরার বলে প্রথম স্লিপে ক্যাচ তুলেছিলেন। কিন্তু তা ফেলে দেন চেতেশ্বর পূজারা। পিটারসেন এরপর আরও ২৩ রান যোগ করে ফেরেন ঠাকুরের বলে বোল্ড হয়ে। এর আগেই ফন ডার ডুসেনের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ একটা জুটি গড়েন। পিটারসেনের ফেরার পর টেম্বা বাভুমা আর ফন ডার ডুসেন বাকি কাজটা করেন। নিজেদের মধ্যে গড়েন ৫৭ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি। মধ্যাহ্ন বিরতির ৩৫ মিনিট পরই কেপটাউন টেস্ট ও সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।