প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এ দিন ৪১ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৪ পয়েন্টে। গত ৩৫ মাসের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ এ সূচক ২০২১ সালের ৬ মে ৫ হাজার ৬০৬ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। ঢাকার বাজারের পাশাপাশি সূচক কমেছে চট্টগ্রামের বাজারেও। সিএসইর সার্বিক সূচকটি ৩৪ পয়েন্ট কমেছে।

গত ফেব্রুয়ারি মাসে বাজারে দরপতন শুরু হয়। এর পর থেকে বেশির ভাগ দিনই বাজার পড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত শেয়ারবাজারে মোট ৫১ দিন লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২ দিনই বাজারে দরপতন হয়। এ দরপতনে পুঁজি হারানো একদল বিক্ষুব্ধ বিনিয়োগকারী গতকাল ঢাকার মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। এ সময় তাঁরা পতন ঠেকাতে ও শেয়ারবাজারে কারসাজি বন্ধে ব্যর্থতার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগসহ বেশ কিছু দাবি জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews