বেনজীরের ব্যাংক হিসাব চেয়ে দুদকের চিঠি

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও বিশেষ অনুসন্ধান টিমের প্রধান মো. হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি বিএফআইইউর পরিচালক বরাবরে পাঠানো হয়। 

চিঠিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদকের চাওয়া সব তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে। বেনজীর আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের নামে দেশি-বিদেশি ব্যাংকে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত, অর্থ জমা, উত্তোলন, স্থিতিসহ সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। 

সূত্র জানায়, বেনজীর আহমেদ ও তার পরিবারের পোষ্যদের স্থাবর সম্পদের হিসাব চেয়ে শিগগির সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরে চিঠি পাঠানো হবে। এর মধ্যে তাদের নামীয় কোম্পানির তথ্য চেয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, জমির তথ্য চেয়ে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের অফিস, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের তথ্য চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে। 

জানা গেছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন পেশ করার কথাও ভাবছে দুদক। 

দুদক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে গত ২২ এপ্রিল। তার বিরুদ্ধে চাকরিকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews