অ্যাপল ইউজারদের জন্য খারাপ খবর শোনাল ফেসবুক৷ iOS 7 এবং পুরনো ভার্সানগুলিতে বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা৷ ইতিমধ্যেই যারা নিজেদের ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছেন তারা অ্যাপটির পরিষেবা পাবেন ২০২০ পর্যন্ত৷

তবে, iOS 7 এবং পুরনো ভার্সানগুলি ব্যবহারকারীরা নতুন করে অ্যাপটি ইনস্টল করতে পারবেন না৷ iOS 8 এবং পরবর্তী ভার্সানগুলিতেই হোয়াটসঅ্যাপ কাজ করবে৷

সুতরাং, iOS 7 এবং পুরনো ভার্সানগুলির ইউজার হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলে পুনরায় অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন না৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, পুরনো ভার্সান ব্যবহারকারীদের ডিভাইসে হোয়াটসঅ্যাপের বেশ কিছু ফিচার কাজ করা বন্ধ করতে পারে৷

তাছাড়া, সংস্থার আনা নিত্যনতুন আপডেটও কাজ করবে না পুরনো ভার্সানগুলিতে৷ রির্পোটটি আরও জানাচ্ছে, ‘কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত iPhone 4S, 5, 5C, 5S ইউজারদের প্রভাবিত করবে৷ যদি, তারা নিজেদের ফোনকে আপডেট না করিয়ে থাকেন৷’

চলতি বছরের প্রথমদিকে একটি ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ৷ যেখানে বলা হয়, ১ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত অ্যাপেলের iOS 7 এবং পুরনো ভার্সানগুলিতে সার্পোট করবে হোয়াটসঅ্যাপ৷বেশ কিছু পুরনো অ্যাণ্ড্রয়েড ভার্সানেও বন্ধ হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা৷ ইউজাররা অ্যাপটিকে নতুন করে ইনস্টল করতে পারবেন না৷ এছাড়া, বেশ কিছু উইন্ডোস ফোনেও সার্পোট করবে না ম্যাসেজিং অ্যাপটি৷


বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews