ভারতে এরইমধ্যে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়ে গেছে। করোনা পরিস্থিতির উন্নতি না হলেও দেশটিতে উৎসব আয়োজনে গতি ফিরতে শুরু করেছে। ব্যবসায়ীরা কাজুবাদামের রফতানি বাড়ানোর চেষ্টা করছেন। এসব কারণে আগামী দিনগুলোয় ভারতীয় কাজুবাদামের চাহিদা বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আর চাহিদা বাড়লে বাড়বে ভারতীয় কাজুবাদামের দাম।

বর্তমানে ভারতের বাজারে প্রতি টন অপরিশোধিত কাজুবাদাম (আরসিএন) ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ ডলারে বিক্রি হচ্ছে।

ভারতীয় প্রতিষ্ঠান স্যামসুন ট্রেডার্সের পরিচালক পঙ্কজ এন সম্পদ বলেন, লকডাউনে চাহিদা না কমলে ভারতীয় কাজুবাদাম আরও বেশি দামে বিক্রি হতো।

বিডি প্রতিদিন/ফারজানা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews