আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব রয়েছেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। এবার টলিউডের যৌন হেনস্তার বিরুদ্ধেও সরব হলেন তিনি। কাস্টিং কাউচ বা শোবিজে কাজের সুযোগ দেওয়ার আশ্বাসে যৌন হয়রানির ব্যাপারে ভিন্নধর্মী কথা বললেন তিনি। তার দাবি, কাস্টিং কাউচের সঙ্গে শুধু পুরুষরা নন, নারীরাও যুক্ত। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেবলীনা দত্ত। তিনি বলেন, ‘আমি তো চিরকালই সরব এই ব্যাপারে। আমি তো যতবার এই বিষয় নিয়ে কথা বলেছি, ততবার বলেছি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হেনস্তার জায়গা রয়েছে। কাস্টিং কাউচ রয়েছে। আর আমি যদি কাস্টিং কাউচের কথা বলি, তাহলে ভাগাভাগির কথা বলব। দ্বিমতের কথা বলব। শুধু পুরুষরা নয়, বহু নারী আছে যারা কাস্টিং কাউচের অংশ।’ টলিউডের এ অভিনেত্রী, ‘এটা নিয়ে একটা বিতর্কের জায়গা তৈরি হতেই পারে। তবে হেনস্তার জায়গা তো রয়েইছে এখানে। যারা ইন্ডাস্ট্রিতে নতুন কাজ করতে এসেছে, তাদের মানসিক দিক থেকে নির্যাতন করা হয়। এমন একটা মানসিক চাপ, পরিবেশের সৃষ্টি করা হয় যে, সে বাধ্য হয় কাস্টিং কাউচের অংশ হতে। এটাও কিন্তু এক রকমের নির্যাতন। তবে শুধুই আমাদের ইন্ডাস্ট্রি নয়। সব ইন্ডাস্ট্রিতেই এমন হয়। এমনকি, পরিবারের মধ্যেই এমন বিকৃত মানসিকতার লোক রয়েছে।’ হেমা কমিটির রিপোর্ট ঘিরে উত্তাল মালয়ালম চলচ্চিত্র জগত। এমন পরিস্থিতিই টলিউডে যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হন ঋতাভরী চক্রবর্তী। রূপাঞ্জনা মিত্র, অনীক দত্ত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রাও তাকে সমর্থন করেছেন। এমন অবস্থায়, টলিউডে কাজের পরিবেশ ঠিক রাখা তথা টলিউডের অন্দরে ঘটে চলা নারী নিগ্রহের বিরুদ্ধে দাবি জানিয়ে চিঠি দিয়েছে উইমেন’স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews