মাত্র একটি পয়েন্টেরই দরকার ছিল। তবে ওল্ডট্র্যাফোর্ডে চেলসিকে পেয়ে রীতিমতো ‘ঝাঁপিয়েই’ পড়লেন এরিক টেন হাগের শিষ্যরা। তাতে এল গোলের পর গোল। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে চেলসিকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।
আর এ জয়ে এক মৌসুম পর আবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ হয়ে গেল লিভারপুলের শীর্ষ চারে থেকে মৌসুম শেষের ক্ষীণ আশা। ইয়ুর্গেন ক্লপের দলকে সামনের মৌসুমে খেলতে হবে ইউরোপা লিগে।