এক-এগারোর (১/১১) সময় শেখ হাসিনাকে গ্রেফতারে নেতৃত্ব দেওয়ার অভিযোগে রংপুর কোতোয়ালী থানার ওসি বাবুল হোসেনকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মোখতারুল ইসলাম বলেন, ‘ওসি বাবুল হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় এ সংক্রান্ত নির্দেশ থানায় এসে পৌঁছেছে।’ এর বেশি কোনও তথ্য জানাতে রাজি হননি ওসি মোখতারুল ইসলাম।

গতকাল বুধবার ওসি বাবুল হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিন দুপুরে তারা রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বছির আহাম্মেদের সঙ্গে দেখা করে বাবুল হোসেনকে অপসারণের দাবিতে আলটিমেটাম দেন।

এক-এগারোর সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখেন রংপুর কোতোয়ালি থানার বর্তমান ওসি বাবুল হোসেন

আওয়ামী লীগ নেতাদের দাবি, ২০০৮ সালে ঢাকায় কর্মরত ছিলেন ওসি বাবুল হোসেন। এক-এগারোর (১/১১) সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে নেতৃত্ব দেন তিনি। তখনকার এসআই বাবুল হোসেন শেখ হাসিনাকে গ্রেফতারে দায়িত্ব পালনের সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও অভিযোগ করেন তারা।

আরও পড়ুন–

এক-এগারোর সময় শেখ হাসিনাকে গ্রেফতারে নেতৃত্ব দেওয়া ওসির অপসারণ দাবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews