ণঅভ্যুত্থানের মুখে পতিত ফ্যাসিস্ট হাসিনার পতন ও পলায়নের পর দেশে, বিদেশী আগ্রাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অভাবনীয় জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল; নির্বাচনের সময়কাল, পিআর, রাষ্ট্র কাঠামো সংস্কার সহ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ কতিপয় রাজনৈতিক দলের মতানৈক্যতা সেই ঐক্যে ফাটল ধরিয়েছে। যে ফাটল গলে আগ্রাসী ভারতের পৃষ্ঠপোষকতায়, পতিত আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা গত ১৬ একটি রাজনৈতিক দলের পূর্ব ঘোষিত কর্মসূচীতে বর্বরোচিত বাকশালী কায়দায় হামলা চালিয়েছে। ফ্যাসিস্টবাদ মূলোৎপাটনে জাতীয়
ঐক্যের ফাটল মেরামত করতে হবে।
শেখ হাসিনার পতনের প্রায় একবছর অতিবাহিত হলেও ভারতের আধিপত্যবাদী মানসিকতার কোন পরিবর্তন না হওয়ায় এটা প্রমাণিত যে, আমাদের জন্য বাকশাল অথবা আওয়ামী লীগের চাইতেও বড় সমস্যা ব্রাক্ষণ্যবাদী ভারত। মরহুম ফজলুল কাদের চৌধুরীরাই মুসলিম লীগকে শতাধিক বছর ধরে লাগাতার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং আপোষহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়ে গেছেন। মুসলিম লীগের নেতৃত্ব ধ্বংসের ভারতীয় পরিকল্পনায় তাকে ১৯৭৩ খৃষ্টাব্দের ১৮ জুলাই কারাবন্দী অবস্থায় বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছিল। শুধু তাই নায়, ভারতের বিরুদ্ধে অটল অবস্থানের জন্য তার সুযোগ্য সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরীকেও প্রহসনমূলক বিচারের মাধ্যমে পরবর্তীতে শহীদ করা হয়েছে। তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার, অস্থায়ী প্রেসিডেন্ট ও পাকিস্তান মুসলিম লীগের সভাপতি মরহুম ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এতে দলের মহাসচি কাজী আবুল খায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।