অনলাইনে বিডার ১৫ সেবা



অর্থনৈতিক রিপোর্টার |

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম



বিনিয়য়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসার খরচ কমাতে অনলাইনে চলতি মাসেই ১৫ সেবা দেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) আওতায় আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এ সেবা পাবেন বিনিয়োগকারীরা। বিডা সূত্রে এ তথ্য জানা গেছে। অনলাইনে বিডার ১৫টি সেবার মধ্যে রয়েছে-ভিসা সুপারিশ (নতুন), ভিসা সুপারিশ (সংশোধন), আগমনের উপর ভিসা, ভিসা আগমন (সংশোধনী), ওয়ার্ক পারমিট (নতুন), ওয়ার্ক পারমিট (সংশোধন), ওয়ার্ক পারমিট (বাতিলকরণ) ওয়ার্ক পারমিট (এক্সটেনশন), অফিস অনুমতি (নতুন), অফিস অনুমতি (এক্সটেনশান), অফিস অনুমতি (বাতিলকরণ)। এ ছাড়া অফিস অনুমতি (সংশোধন), প্রকল্প নিবন্ধন (নতুন), রেমিট্যান্স সেবা (নতুন), পেমেন্ট গেটওয়ে। বিডার পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এসব সংশ্লিষ্ট শাখায় অনলাইনে প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এসব সেবা ম্যানুয়ালি প্রদান করতে উৎসাহিত করতে বলা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews