ক্রিকেটে তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন। তিন নম্বর ব্যাটসম্যান নিয়ে অনেক দিন সমস্যায় ছিল বাংলাদেশ। তবে এখন আর সমস্যাটা নেই। সাকিব আল হাসান তিনে নামার পর থেকেই একটা দুশ্চিন্তা দূর হয়েছে।

ওপেনিংয়ের সমস্যা অবশ্য দূর হয়নি। এশিয়া কাপে তিন ম্যাচেই বাংলাদেশের ওপেনিং ‍জুটি ব্যর্থ। ১, ১৫ আর ১৫ রানে ওপেনিং জুটি ভেঙে যাওয়ায় সাকিবকে দ্রুত নামতে হয়েছে ব্যাট হাতে। ‘এত তাড়াতাড়ি ব্যাটিংয়ে নামা কি বিরক্তিকর?’ শনিবার টিম হোটেলে এমন প্রশ্নে সাকিবের জবাব, ‘না, বিরক্তিকর নয়। তবে অবশ্যই চ্যালেঞ্জিং। ইনিংসের শুরুতে তিন নম্বর ব্যাটসম্যানকে মাঠে নামার জন্য তৈরি থাকতে হয়। কারণ ওপেনার প্রথম বলেই আউট হয়ে যেতে পারে। আর এটা নিয়ে  অভিযোগেরও কিছু নেই।’

ওপেনিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করে দলের। শুরুটা ধীর গতির হলে তিন নম্বর ব্যাটসম্যানকে আক্রমণের পাশাপাশি উইকেট ধরে রাখার দিকে  মনোযোগ দিতে হয়। অন্যদিকে ঝড়ো সূচনা হলে তিন নম্বর ব্যাটসম্যান দেখে-শুনে খেলার সুযোগ পান, তাকে অতটা চাপ নিতে হয় না। সাকিব তাই মনে করেন, ‘ওপেনাররা ভালো সূচনা এনে দিলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়। তবে তার মানে এই নয় যে ওপেনাররা ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানরাও ভালো করতে পারবে না।’

এ বছরের শুরু থেকেই তিন নম্বরে তিনি নিয়মিত। চারটি ফিফটি করেছেন এই পজিশনে, ওয়েস্ট ইন্ডিজে আছে ৯৭ রানের একটা দুর্দান্ত ইনিংসও। কিন্তু এশিয়া কাপে নিজের ব্যাটিং নিয়ে সাকিব অসন্তুষ্ট। ০, ৩২ ও ১৭ রানের হতাশা ঝেড়ে ফেলে রবিবার আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, ‘আমি দলকে সেরাটা দিতে পারছি না, বিশেষ করে ব্যাটিংয়ে। সামনের ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews