১৩টি সাফ চ্যাম্পিয়নশিপের মধ্যে আটটি শিরোপাই ভারতের। এই পরিসংখ্যান যে দাপটের কথা বলে, ম্যাচেও সেই দাপট দেখিয়েছে ভারত। ভারতের জয় মানেই যেন অবধারিত অধিনায়ক সুনীল ছেত্রীর গোল। আজও দলকে এগিয়ে দিয়েছেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার। টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা সুনীলই। একটি করে গোল করেছেন সুরেশ সিং ও সাহাল আব্দুল সামাদ। সব কটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

কোনোরকম প্রস্তুতি ছাড়া খেলতে এসে বাংলাদেশের সঙ্গে ড্র করে টুর্নামেন্টের শুরুটা হয়েছিল হতাশাজনক। কিন্তু ধারাবাহিকভাবে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের খেলার উন্নতি করেছে, শিরোপা নিয়ে উল্লাস করেছে ভারত। ফাইনালের জন্যই হয়তো নিজেদের সেরা খেলাটা জমিয়ে রেখেছিলেন সুনীল, মানবীর সিংরা। বৃষ্টিস্নাত মাঠেও পাসিং ফুটবলের ফুল ফুটেছে তাঁদের পায়ে। প্রথমার্ধে ৭২ শতাংশ বলের দখল রেখে ৩০৬টি পাস খেলেছেন তাঁরা। ভারতের শিরোপার পথে বাধা হয়ে না দাঁড়াতে পারলেও কিছুটা দুর্ভাগা নেপাল দলটি। প্রথমার্ধের শুরুতে স্ট্রাইকার নবযুগ শ্রেষ্ঠার প্লেসিং সাইড পোস্টে লেগে ফিরে আসার পর দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার রোহিত চাদের হেড ক্রসবারে লাগে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews