সিরিয়ায় যুদ্ধ বন্ধে রুশ মার্কিন ঐকমত্য

সমকাল ডেস্ক



মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধবিগ্রহ বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সামনে এগোনোর মতো একটা পরিষ্কার পথ খুঁজে পেয়েছি।

তবে কীভাবে এ চুক্তি কার্যকর করা হবে, সে ব্যাপারে দু'জনের কেউই বিশদ কিছু বলেননি। কেরি বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে প্রধান প্রধান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করে দু'পক্ষই কাজ করতে সম্মত হয়েছে। তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর কথায়ও তার মার্কিন প্রতিপক্ষের বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া গেছে। সন্ত্রাস ও জঙ্গিপ্রবণতা রোধ করার ক্ষেত্রে তিনি একে একটি বিশাল পদক্ষেপ বলে বর্ণনা করেন।

তারা শিগগিরই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। জাতিসংঘের উদ্যোগে নতুন করে আবার শান্তি আলোচনা শুরু হতে পারেও বলে জানান তারা। কেরি বলেন, আগামী দিনগুলোতে এ বিষয় সামনে রেখে রুশ ও মার্কিন বিশেষজ্ঞরা নিয়মিত জেনেভায় বৈঠকে বসবেন। একটি স্থায়ী ও টেকসই শান্তিচুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে ছোটখাটো সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা।

অবশ্য এ বৈঠকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ নিয়ে দুই কূটনীতিবিদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে সিরিয়ার জনগণের স্বার্থে সম্ভাব্য সব বিষয়ে খেয়াল রাখা হয়েছে বলেও তারা জানান। কেরি বলেন, সবকিছু হিসাবমতো শেষ করা হলে আমরা আল-নুসরাসহ জঙ্গি সংগঠনগুলোর দিকে কার্যকর নজর দিতে পারব।

সিরিয়ায় আল-নুসরা আল কায়দার একটি শাখা হিসেবে আত্মপ্রকাশ করলেও গত মাসে তারা নিজেদের একটি স্বাধীন সংগঠন হিসেবে দাবি করে।

দারায়া ছাড়ছেন বিদ্রোহী ও অবরুদ্ধরা

সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তির পর সিরিয়ার দামেস্কের দারায়া এলাকা ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। তাদের সঙ্গে বিদ্রোহীরাও এলাকাটি ছাড়তে শুরু করেছেন। এরই মধ্যে স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহীদের বহনকারী বাসের প্রথম বহরটি দারায়া ছেড়েছে।

চার বছর ধরে অবরুদ্ধ করে রাখার পর শুক্রবার থেকে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় দারায়া শহরটি উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারই সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্র চুক্তি হয়। ওই চুক্তির আওতায় পুরো এলাকাটি ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছে। দারায়া উন্মুক্ত করে দেওয়ার পর শুক্রবার সকালে সেখানে রেড ক্রিসেন্টের ত্রাণবহরটি পেঁৗছায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই এলাকায় এখন পর্যন্ত একটি ত্রাণবহরই পেঁৗছেছে। এলাকার বাসিন্দারা ত্রাণের অভাবে আছেন। তাদের কেউ কেউ অপুষ্টিতে ভুগছেন।

সিরিয়া থেকে সহসাই ফিরছে না তুর্কি বাহিনী

সীমান্ত থেকে ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তুর্কি বাহিনী সিরিয়ায় অবস্থান করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। কুর্দি বিদ্রোহীদের এক ট্রাকবোমা হামলায় ১১ পুলিশ নিহত হওয়ার পর শুক্রবার এ কথা বলেছেন তিনি।

ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বিনালি ইলদিরিম বলেন, 'প্রথম থেকেই আমরা তুরস্কের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে চলেছি। আমরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতাও রক্ষা করছি। ওই সব সন্ত্রাসী সংগঠন এসব দেশের অংশগুলো নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে চায়, তারা কখনোই সফল হবে না।'

সিরিয়ায় যুদ্ধবিমান পাঠাবে চীন

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারি বাহিনীকে সহায়তার জন্য সিরিয়ায় যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। সম্প্রতি চীন সেনাবাহিনীর এক প্রতিনিধি দল দামেস্ক সফরে এলে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স।

এক সামরিক বিশ্লেষকের বরাত দিয়ে খবরে জানান হয়, চীনা সামরিক প্রতিনিধি দল দামেস্কে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জসিমের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই আলেপ্পোসহ দেশটির বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে চীনা সামরিক বিমান ব্যবহার ব্যাপারে আলাপ হয়।

প্রসঙ্গত, বর্তমানে রুশ যুদ্ধবিমানের সহায়তা নিয়ে বিদ্রোহী অধ্যুসিত আলেপ্পোতে তুমুল হামলা চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।

সিরিয়ায় নতুন একটি যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রশ্নে একমত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও কিছু কাজ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও তার রুশ প্রতিপক্ষ সের্গেই লাভরভ। লেক জেনেভার একটি বিলাসবহুল হোটেলে ম্যারাথন বৈঠক শেষে শুক্রবার দুই নেতা সাংবাদিকদের এ কথা জানান। ওদিকে, শান্তি উদ্যোগের মধ্যেও আলেপ্পোতে ব্যারেল বোমা বিস্ফোরণে শনিবার ১৫ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে। খবর :বিবিসি, আলজাজিরা ও রয়টার্স।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধবিগ্রহ বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সামনে এগোনোর মতো একটা পরিষ্কার পথ খুঁজে পেয়েছি।তবে কীভাবে এ চুক্তি কার্যকর করা হবে, সে ব্যাপারে দু'জনের কেউই বিশদ কিছু বলেননি। কেরি বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে প্রধান প্রধান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করে দু'পক্ষই কাজ করতে সম্মত হয়েছে। তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে।রুশ পররাষ্ট্রমন্ত্রীর কথায়ও তার মার্কিন প্রতিপক্ষের বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া গেছে। সন্ত্রাস ও জঙ্গিপ্রবণতা রোধ করার ক্ষেত্রে তিনি একে একটি বিশাল পদক্ষেপ বলে বর্ণনা করেন।তারা শিগগিরই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। জাতিসংঘের উদ্যোগে নতুন করে আবার শান্তি আলোচনা শুরু হতে পারেও বলে জানান তারা। কেরি বলেন, আগামী দিনগুলোতে এ বিষয় সামনে রেখে রুশ ও মার্কিন বিশেষজ্ঞরা নিয়মিত জেনেভায় বৈঠকে বসবেন। একটি স্থায়ী ও টেকসই শান্তিচুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে ছোটখাটো সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা।অবশ্য এ বৈঠকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ নিয়ে দুই কূটনীতিবিদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে সিরিয়ার জনগণের স্বার্থে সম্ভাব্য সব বিষয়ে খেয়াল রাখা হয়েছে বলেও তারা জানান। কেরি বলেন, সবকিছু হিসাবমতো শেষ করা হলে আমরা আল-নুসরাসহ জঙ্গি সংগঠনগুলোর দিকে কার্যকর নজর দিতে পারব।সিরিয়ায় আল-নুসরা আল কায়দার একটি শাখা হিসেবে আত্মপ্রকাশ করলেও গত মাসে তারা নিজেদের একটি স্বাধীন সংগঠন হিসেবে দাবি করে।দারায়া ছাড়ছেন বিদ্রোহী ও অবরুদ্ধরাসরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তির পর সিরিয়ার দামেস্কের দারায়া এলাকা ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। তাদের সঙ্গে বিদ্রোহীরাও এলাকাটি ছাড়তে শুরু করেছেন। এরই মধ্যে স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহীদের বহনকারী বাসের প্রথম বহরটি দারায়া ছেড়েছে।চার বছর ধরে অবরুদ্ধ করে রাখার পর শুক্রবার থেকে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় দারায়া শহরটি উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারই সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্র চুক্তি হয়। ওই চুক্তির আওতায় পুরো এলাকাটি ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছে। দারায়া উন্মুক্ত করে দেওয়ার পর শুক্রবার সকালে সেখানে রেড ক্রিসেন্টের ত্রাণবহরটি পেঁৗছায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই এলাকায় এখন পর্যন্ত একটি ত্রাণবহরই পেঁৗছেছে। এলাকার বাসিন্দারা ত্রাণের অভাবে আছেন। তাদের কেউ কেউ অপুষ্টিতে ভুগছেন।সিরিয়া থেকে সহসাই ফিরছে না তুর্কি বাহিনীসীমান্ত থেকে ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তুর্কি বাহিনী সিরিয়ায় অবস্থান করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। কুর্দি বিদ্রোহীদের এক ট্রাকবোমা হামলায় ১১ পুলিশ নিহত হওয়ার পর শুক্রবার এ কথা বলেছেন তিনি।ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বিনালি ইলদিরিম বলেন, 'প্রথম থেকেই আমরা তুরস্কের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে চলেছি। আমরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতাও রক্ষা করছি। ওই সব সন্ত্রাসী সংগঠন এসব দেশের অংশগুলো নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে চায়, তারা কখনোই সফল হবে না।'সিরিয়ায় যুদ্ধবিমান পাঠাবে চীনসন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারি বাহিনীকে সহায়তার জন্য সিরিয়ায় যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। সম্প্রতি চীন সেনাবাহিনীর এক প্রতিনিধি দল দামেস্ক সফরে এলে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স।এক সামরিক বিশ্লেষকের বরাত দিয়ে খবরে জানান হয়, চীনা সামরিক প্রতিনিধি দল দামেস্কে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জসিমের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই আলেপ্পোসহ দেশটির বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে চীনা সামরিক বিমান ব্যবহার ব্যাপারে আলাপ হয়।প্রসঙ্গত, বর্তমানে রুশ যুদ্ধবিমানের সহায়তা নিয়ে বিদ্রোহী অধ্যুসিত আলেপ্পোতে তুমুল হামলা চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews