বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর হাত থেকে ৭৬ জন ছাত্রীকে উদ্ধার করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দুইজনের লাশ।বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, দাপিচি গ্রামে হামলা চালিয়ে একশোর বেশি পড়ুয়াকে অপহরণ করে জঙ্গিরা। এই ঘটনায় দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে, কীভাবে ওই ছাত্রীদের মৃত্যু হয় এখনও জানা যায়নি।

সোমবার সন্ধ্যায় ইওবি রাজ্যের উত্তর-পশ্চিমে দিপাচি গ্রামে হামলা চালায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। হামলার পর স্কুলে রোল-কল করতে গিয়ে দেখা গেছে ৯১ জন ছাত্রী নিখোঁজ রয়েছে। সে রাজ্যের পুলিশ এবং প্রশাসন প্রথমে এই ঘটনা অস্বীকার করে। পরে জানানো হয় বোকো হারামের থেকে উদ্ধার করা হয়েছে ৭৬ ছাত্রীকে। নাইজেরিয়া সেনার তৎপরতায় ছাত্রীরা ঘরে ফিরলে সে গ্রামে আনন্দে বিহ্বল হয়ে পড়েন সেখানকার মানুষ।

২০১৪ সালে চিবক শহরে থেকে ২৭০ জন ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এখনও অনেকেই ঘরে ফেরেনি বলে দাবি তাদের পরিবারের।

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews