গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। এ সময়ে ওই দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য সময় দেন তিনি।
সেই সময়সীমা ৯ জুলাই শেষ হয়। পরে চুক্তির জন্য আলোচনার সময় বাড়িয়ে ১ আগস্ট করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের চুক্তি হয়েছে। আর নতুন শুল্কের পরিমাণ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশকে চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।