সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘২০২৫ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২’ এ অংশগ্রহণকারী বাংলাদেশ আরচ্যারী দল সিঙ্গাপুরে বুধবার রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গেছে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশ ৩-৫ সেটে চাইনিজ তাইপে’র নিকট পরাজিত হয়। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ শেষ পর্যন্ত ৪র্থ স্থানে থেকে আসর শেষ করেছে।

এর আগে ১/৮ খেলায় বাংলাদেশ (আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মোঃ রাকিব মিয়া) ৬-০ সেটে ফিলিপাইনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তীতে উভয় দলের প্রত্যেকে ১টি করে তীর ছুড়ে। এতে বাংলাদেশের স্কোর হয় ২৭ এবং কাজাখস্তানের স্কোর হয় ২৬। খেলায় বাংলাদেশ জয় লাভ করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমি-ফাইনাল খেলায় বাংলাদেশ ১-৫ সেটে ভারতের নিকট পরাজিত হয়ে ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হয়।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশ ২২৪-২৩০ স্কোরের ব্যবধানে কাজাখস্তানের নিকট পরাজিত হয়ে ৪র্থ স্থান লাভ করেছে।

এই ইভেন্টের ১/৮ খেলায় বাংলাদেশ (পুস্পিতা জামান, বন্যা আক্তার ও মোসাঃ কুলছুম আক্তার মনি) ২৩০-২২১ স্কোরের ব্যবধানে হংকং চায়নাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২৩০-২২৫ স্কোরের ব্যবধানে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। সেমি-ফাইনালে বাংলাদেশ ২২১-২২৪ স্কোরের ব্যবধানে মালয়েশিয়ার নিকট পরাজিত হয়ে ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হয়।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ১/৮ খেলায় বাংলাদেশ (হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোঃ সোহেল রানা) ২১৮-২২২ স্কোরের ব্যবধানে ভূটানের নিকট পরাজিত হয়।

বৃহস্পতিবার সিঙ্গাপুর সময় সকাল ৯টা হতে মিশ্র দলগত ইভেন্টের খেলা শুরু হবে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ও মোসাঃ মনিরা আক্তার এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের হিমু বাছাড় ও পুস্পিতা জামান প্রতিদ্বন্দ্বিতা করবে।

পরশু রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে আলিফ স্বর্ণ ও কম্পাউন্ডে হিমু বাছাড় ব্রোঞ্জের জন্য খেলবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews