মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে, এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে-র বাংলা বিভাগের সম্পাদক আশরাফুর রহমান রোববার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং এগুলোর মধ্যে কয়েকটির লক্ষ্য ছিল নেতানিয়াহুর সরকারি বাসভবন।

এদিকে আলজাজিরা ও এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যার কিছু আগে ইরান আবারও নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলার সতর্কতা হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী জরুরি বার্তা পাঠিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এবং অন্যান্য সূত্রের বরাতে বলা হয়েছে, এ হামলা ‘তেহরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের অংশ’। ইসরায়েলি সামরিক বাহিনীও নিশ্চিত করেছে, আকাশপথে আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে এবং জনগণকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

এর আগের রাতেও ইরান শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসরায়েলও ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই পক্ষকে অবিলম্বে সংঘাত থেকে সরে এসে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।

এসএস//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews