চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে শনিবার। টঙ্গী আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে তৃতীয় বারের মতো এই আসর অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি প্রতিেিযাগিতা শেষ হবে। বাংলাদেশসহ প্রতিযোগিতায় অংশ নেবে ২৫টি দেশ। কম্পাউন্ড, ডিভিশনে পুরুষ একক, পুরুষ দলগত, মহিলা একক, মহিলা দলগত ও মিক্সড ডাবল ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে রিকার্ডে পুরুষ একক, পুরুষ দলীয়, মহিলা একক, মহিলা দলীয় ও মিক্সড ডাবলস ইভেন্ট রয়েছে।

পুরুষ ও মহিলা মিলিয়ে প্রতিযোগীর সংখ্যা ১১৮ জন। স্বাগতিক বাংলাদেশের পুরুষ ও মহিলা মিলিয়ে ১৫ জন অংশ নেবেন। বাইরে থেকে আসা দেশগুলো হচ্ছে আলবেনিয়া, আলজেরিয়া, আজারবাইজান, চাঁদ, ক্যামেরুন, জার্মানি, ভারত, ইরান, ইরাক, কাজাকস্তান, কেনিয়া, কিরগিজস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, পাকিস্তান, সুদান, সিরিয়া, থাইল্যান্ড, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, সংযুক্ত আরব আমিরাত ও উগান্ডা। গতকাল প্রতিযোগিতা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম (অব.) সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত ও মিডিয়া কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews