বৈশ্বিক করোনা মহামারির জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে করোনার বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে এবারও ঘরে বসে করতে হবে ঈদ উদযাপন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আমিরাতের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, করোনার সংক্রমণ প্রতিরোধে ঈদে প্রত্যেকেই নিজ নিজ বাসায় অবস্থান করুন। সোশ্যাল মিডিয়া মাধ্যমে অথবা অনলাইনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ঈদের শুভেচ্ছা বিনিময় করুন।

মুসলমানদের ঐতিহ্য এক বাসা থেকে অন্য বাসায় খাবার আদান-প্রদান থেকে এবছর বিরত থাকতে হবে। এছাড়াও ঈদের সেলামি দেওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এ বছর রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে চারদিন ছুটি। আর যদি রমজান ৩০ দিনে শেষ হয়, তাহলে ছুটি হবে পাঁচদিন।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews