রাজধানীর হানিফার ফ্লাইওভারে ‘মঞ্জিল পরিবহনের’ বাসের ধাক্কায় মেহেরুন্নেসা ঝুমি (২২) নাম এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী মুসা কলিম উল্লাহ (২৬)। এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে জব্দ করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে গুলিস্তান বরাবর হানিফ ফ্লাইওভারের এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুরে বিষয়টি নিশ্চিত করেন।

মেহেরুন্নেসার স্বামীর বাড়ি চাঁদপুরের কচুয়া থানার গাগড়া গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ। বর্তমানে সাদ্দাম মার্কেট শহর পল্লী, মাতুয়াইল মুসলিম নগর পরিবার নিয়ে থাকতেন। মুনজারিন নামে চার বছর বয়সী এক মেয়ের জননী ছিলেন তিনি।

মুসা কলিম উল্লাহ বলেন, মেহেরুন্নেসা আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাকে আদ-দ্বীন হাসপাতালের ডাক্তার দেখানোর জন্য মাতুয়াইলের বাসা থেকে মোটরসাইকেলে যাচ্ছিলাম। পথে হানিফ ড্রাইভারে মঞ্জিল পরিবহনের বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেসহ আমি ছিটকে রাস্তায় পড়ে যাই। পরে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ওই বাসটি তাৎক্ষণিক আরও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সেখানে আমাদেরই মার্কেটের মো. রানা (২৫) নামে আরও একজন আহত হন।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews