৫ মে ২০২৪ রবিবার ১১:১১:১০ অপরাহ্ন Print this E-mail this

ইন্দুরকানীতে নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নেতার পাঠাগারে আগুন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার বাড়িতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ মে) পত্তাশী ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের নেতা বজলুর রহমান মিন্টুর বাড়িতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় আওয়ামী লীগ নেতা বজলুর রহমান মিন্টুর ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন মিন্টু।

উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টু জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোরে আমার বাড়িতে তৈরি শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমার ঘরের দুপাশের দরজা তালা দিয়ে ঘরের সামনে থাকা আমার ১৯৮৮ সালে তৈরি শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন দেওয়ার পরে আমার ঘরেও আগুন দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী আসলে তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন- বেশ কয়েকদিন ধরেই আমাকে প্রতিপক্ষ দোয়ত কলমের লোকজন হুমকি দিয়ে আসছিল। তারা এ কাজ করতে পারে। আমিসহ আমার পাশের লোকজন জিয়াউল আহসান গাজীর আনারসের সমর্থক অন্যদিকে বিএনপি থেকে বহিস্কৃত নেতা ফাইজুর করিম দোয়াতকলম কর্মী সমর্থকরা আমাকে হুমকি দিয়ে আসছিল। তাই ধারণা করছি এ কাজের সঙ্গে তারা জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্ত করে বিষয়টি দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।

দোয়াতকলম প্রতীকের প্রার্থী ফাইজুর কবিরকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, এ বিষয়ে আমি বা আমার কোনো লোক জড়িত নয়। আমার উপরে অকারণে দোষ চাপানো হচ্ছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews