ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১৯’ শুরু হওয়ার দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দর্শকদের মধ্যে অপেক্ষা। প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে।



এবারের প্রথম চমক ছিল এই শো সম্প্রচারের সম্ভাব্য সময় জানানো। প্রথমে জানানো হয়েছিল অক্টোবরের বদলে এই শো আগস্টেই সম্প্রচার হতে পারে।







এবার আরও এক চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। শোনা যাচ্ছে, এবার নাকি মানুষ আর রোবট উভয়েই একসঙ্গে সহাবস্থান করবে এই বিগ বসের ঘরে। আর সেই রোবটের নাম নাকি ‘হাবুবু’।

এবার বিগ বসের ঘরে প্রতিযোগীদের সঙ্গেই নাকি দেখা যাবে ‘হাবুবু’কে। সংযুক্ত আরব আমির শাহী থেকে আনা হবে এই রোবট পুতুল। যে কিনা বিগ বসের ঘরে ১৭ জন প্রতিযোগীর সঙ্গেই হবে তার ওঠা বসা। তবে রোবট বলেই শুধু যান্ত্রিক নয় বরং তার থেকে নাকি এই হাবুবু হবে অনেকটাই আলাদা। মানুষের মনও নাকি অনায়াসে পড়তে পারবে সে।

বিগ বসের ঘরের প্রতিযোগীদের মন খারাপ থেকে আনন্দ সবটাই এবার তাই হাবুবু অল্প সময়েই জেনে ফেলতে পারবে। শুধু তাই নয় একাধিক ভাষায় দখল থাকবে এই রোবট পুতুলের। আর তাই যে কোনও ভাষায় কথোপকথনেও কোনও অসুবিধা হবে না। তবে এখানেই শেষ নয় ঘরের কাজেও বেশ পটু সে।

এই রোবট পুতুলকে সাজানোও হবে নাকি সংযুক্ত আরব আমির শাহীর ট্রাডিশনাল পোশাকে। এমনিতেই প্রতি সিজনে বিগ বসের প্রতিটি সিজনে সালমান খানের সঞ্চালনা এক আলাদা মাত্রা যোগ করে। এবারে তাতে নতুন সংযোজন হতে চলেছে এবার রোবট পুতুল হাবুবু।

এনএটি 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews