জেনারেটিভ এআই ও ক্লাউড সেবা সম্প্রসারণের জন্য অ্যামাজনের এ বিনিয়োগ। ছবি: রয়টার্স

জেনারেটিভ এআই ও ক্লাউড সেবা সম্প্রসারণের জন্য অ্যামাজনের এ বিনিয়োগ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় তাদের ডেটা সেন্টার অবকাঠামো সম্প্রসারণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার তিনশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

রয়টার্স বলছে এটি অস্ট্রেলিয়ায় তাদের সবচেয়ে বড় প্রযুক্তি বিনিয়োগ। এই অর্থ মূলত নতুন সার্ভার সক্ষমতা বাড়ানো ও জেনারেটিভ এআই সংক্রান্ত কার্যক্রম চালানোর পেছনে ব্যয় হবে।

এ ছাড়া অ্যামাজন বলছে, তারা ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে নতুন তিনটি সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে এবং সেখান থেকে ১৭০ মেগাওয়াটের বেশি ক্ষমতার বিদ্যুৎ কেনার প্রতিশ্রুতি দিচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক্স-এ এক পোস্টে বলেন, “অ্যামাজন ওয়েব সার্ভিসের এই দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে, অর্থনীতি ও উৎপাদনশীলতা বাড়াবে।”

তিনি আরও বলেন, “এটি অস্ট্রেলিয়ার অর্থনীতির ওপর এক বিশাল আস্থার প্রকাশ।”

বিশ্বজুড়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা মেটাতে ডেটা সেন্টার অবকাঠামো বাড়াচ্ছে। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো কোম্পানিগুলো এ খাতে ব্যাপক বিনিয়োগ করছে।

সোমবার অ্যামাজন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে অন্তত দুই হাজার কোটি ডলার বিনিয়োগ করবে নতুন ডেটা সেন্টার গড়ে তুলতে। এর আগে কোম্পানিটি নর্থ ক্যারোলাইনায় এক হাজার কোটি ডলার এবং তাইওয়ানে পাঁচশ কোটি ডলার ক্লাউড অবকাঠামোয় বিনিয়োগের ঘোষণা দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews