সন্তান জন্ম দিতে গিয়ে প্রতিদিন গড়ে ১৫ জন মা মারা যান

সন্তান জন্ম দিতে গিয়ে দেশে বছর ৫ হাজার ২০০ জন বা প্রতিদিন গড়ে প্রায় ১৫ জন মা মারা যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ.স.ম. ফিরোজ।সোমবার ঢাকায় অনুষ্ঠিত এ সংক্রান্ত একটি কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি জানান, বাংলাদেশ সরকার মাতৃস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করার ফলে মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে ৩৪৪ থেকে কমে ১৭০ এ আনা সম্ভব হলেও এখনো দেশে প্রতিবছর ৫ হাজার ২০০ অর্থাৎ প্রতিদিন প্রায় ১৫ জন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। এই প্রতিরোধযোগ্য মাতৃ মৃত্যুর অন্যতম কারণ হলো বাল্য বিবাহ এবং শতকরা ৬২ ভাগ বাড়িতে অদক্ষ দাইয়ের হাতে প্রসব করানো।

কর্মশালার সমাপনী ভাষণে প্রধান হুইপ বলেন, দশম জাতীয় সংসদে ইউএনএফপি’র সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরন এবং বাল্যবিবাহ প্রতিরোধে তিনটি কমিটি গঠন করে সংসদীয় স্থায়ী কমিটি এবং মন্ত্রণালয় একসাথে নিরন্তর কাজ করে যাচ্ছে।

তিনি মাতৃ মৃত্যুর সঠিক কারণ নিবন্ধন নিশ্চিত করার জন্য আইন প্রণয়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের আহবান জানান এবং একই সাথে দেশে বাল্যবিবাহ রোধ সংক্রান্ত আইনগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য সরকারি কর্মচারী এবং সর্বস্তরের জনপ্রতিনিধিদের আরো জোরালো ভূমিকা পালনের আহবান জানান।

ইউএনএফপিএ এর চীফ হেলথ ডা. সাথিয়া নারায়নান দোরাইসস্বামীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত। সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি আলোচনায় অংশ নেন।

এইচকে/এএসটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews