ঠাকুরগাঁওয়ে প্রতিদিনের মতো নিজের চালানো থ্রি-হুইলারে করে মেয়ে রুবাইয়া আক্তারকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হয়েছিলেন বাবা আশরাফুল ইসলাম। কিন্তু এই যাত্রাই যে তাদের জীবনের শেষ যাত্রা হবে কে জানতো!

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশ্বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি অটোমোবাইলস লিমিটেডের একটি বাস ঢাকা থেকে দ্রুত গতিতে পঞ্চগড় যাচ্ছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদরাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলার (পাগলু) গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশরাফুল ইসলাম মারা যান। থ্রি-হুইলারে থাকা আশরাফুল ইসলামের মেয়ে রুবাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

থ্রি-হুইলার (পাগলু) চালক আশরাফুল ইসলাম ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। পাশের বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে রুবাইয়াকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছি। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের জন্য আমাদের অভিযান চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews