এক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ঘটনাটি 'পারিবারিক' বলে দাবি পুলিশের

৪১ মিনিট আগে এক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ঘটনাটি 'পারিবারিক' বলে দাবি পুলিশের

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

এক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ঘটনাটি পারিবারিক বলছে পুলিশ

পটুয়াখালীতে এক নারীকে তার স্বামীর বাড়ি থেকে গতকাল রাতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনা পারিবারিক বলে দাবি করেছে পুলিশ।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, এটি পারিবারিক ঘটনা। এর সাথে কোন রাজনৈতিক বিষয় জড়িত নেই।

এ ঘটনা রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের একটি গ্রামের বলে জানান পুলিশ সুপার।

মি. জাহিদ বলেন, “স্থানীয় কামাল গাজীর সাথে তন্নী আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা নিজেরা বিয়ে করেছেন। এতে মেয়ের পরিবারের সায় ছিল না। বিয়ের পর গত সাত – আট দিন ধরে মেয়েটি ওই ছেলের বাড়িতে গিয়ে থাকে।”

বাবা শওকত আক্তার গতকাল রাতে তার আত্মীয় - স্বজনসহ মেয়ের শ্বশুরবাড়িতে যায়। পরে মেয়েটিকে নিজের বাসায় নিয়ে যায় তার বাবা বলেন এই পুলিশ কর্মকর্তা।

তার স্বামী কামাল গাজীর বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি পলাতক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

মি. জাহিদ জানান, “এটা পারিবারিক ঘটনা। কিন্তু ফেসবুকে অন্যভাবে ঘটনাটা আসছে। যেভাবে প্রচার হয়েছে ওই রকম কোন ঘটনাই না। কোন রাজনৈতিক বিষয়ও না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে জেনে পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শনে করতে গিয়েছে বলে জানান পুলিশ সুপার মি. জাহিদ।

তবে এ ঘটনায় ওই নারী বা তার স্বামীর পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান তিনি।

রোববার দিবাগত রাতে ওই নারীর স্বামী ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews