ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব, দুস্থ ও অসহায় লোকজনের জন্য বরাদ্দকৃত চাল ওজনে কম দেওয়ায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের শহীদ ময়দান থেকে তাকে আটক করা হয়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম একথা জানিয়েছেন।

পুলিশ জানায়, গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল ওজনে কম দেওয়া হচ্ছিল। জনপ্রতি ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১৮.৪০ কেজি করে। এই অভিযোগে শনিবার গুদাম রক্ষক ও বিতরণকারী মজিবর রহমানকে আটক করা হয়। পরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমানকে আসামি করা হয়। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়রকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তার রিমান্ড চাওয়া হতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews