রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন নিহত ও আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবির পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে  ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী বিকালে কমিশন ও রাজনৈতিক দলের বৈঠক হওয়ার কথা ছিলে। উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এদিনের দ্বিতীয় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews