ফেসবুকে অনেকেই শোক প্রকাশ করে নিজেদের প্রোফাইলে কালো রঙের ছবি দিয়েছেন। সিলেটের প্রযুক্তিবিদ সৈয়দ রেজওয়ানুল হক লিখেছেন, ‘পুরো দুর্ঘটনার বিষয়টি মেনে নিতে পারছি না। নিজের শোকের কথা ফেসবুকে স্টোরির মাধ্যমে প্রকাশ করেছি।’ তরুণ পেশাজীবী রুবায়াত রুম্মান লিখেছেন, ‘এ দুর্ঘটনার জন্য কাকে দোষী বলা যায়?’ ফেসবুক ইনফ্লুয়েন্সার মাশরুর ইনান কিটো ভাই শোকের চিহ্ন প্রকাশ করে নিজের কষ্টের কথা স্টোরি আকারে প্রকাশ করেছেন। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক তাঁর ফেসবুক পেজে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, ‘মাইলস্টোনের ভিডিও ফুটেজগুলো আর সহ্য করা যাচ্ছে না! আল্লাহ স্কুলের বাচ্চাগুলো আর তাদের মা-বাবাকে নিরাপদে রাখুক।’ তাঁর এই পোস্টে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন অন্য ব্যবহারকারীরা।