আধুনিক স্মার্টওয়াচগুলো একেকটি স্মার্টফোনের বিকল্প হয়ে উঠেছে। কল রিসিভ করা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন সবই পাওয়া যায় স্মার্টওয়াচে। সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে স্মার্টওয়াচ। ব্যবহারকারীর ঘুমের সময়, পানি খাওয়ার প্রয়োজন আছে কি না সবই জানায় স্মার্টওয়াচ।

এবার ভারতীয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা লাভা নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। লাভা প্রোওয়াচ জেডএন এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে কোরনিং গোরিলা গ্লাস ৩ কোটিং। লাভা সংস্থার এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।

এই স্মার্টওয়াচে রয়েছে একটি ফটোপ্লেথিসমোগ্রাফি (পিপিজি) সেনসর যা রিয়েল টাইম হার্ট রেট মনিটর করে তথ্য প্রদর্শন করতে সক্ষম। এছাড়াও ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল অর্থাৎ SpO2 মনিটরিং ফিচারের সাপোর্টও রয়েছে এই স্মার্টওয়াচে। এতে ১১০টিরও বেশি স্পোর্টস মোডের সাপোর্ট রয়েছে।

১৫০টির বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে ইউজারদের জন্য। এই স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ধরনের ডিভাইসের সংযুক্ত করা যাবে। ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে লাভা সংস্থার এই স্মার্টওয়াচে। ব্লুটুথ ভার্সান ৫.২ ভার্সানের সাপোর্ট রয়েছে লাভা সংস্থার এই ওয়ারেবল ডিভাইসে।

আরও পড়ুন

এই স্মার্টওয়াচে একাধিক ইনবিল্ট গেম রয়েছে। ইউজারের স্ট্রেসের পাশাপাশি ব্রিদিং এবং স্লিপ সাইকেল মনিটর করতে পারবেন লাভা সংস্থার এই স্মার্টওয়াচ। ৩৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে। ২০ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে এই ডিভাইসে। এই স্মার্টওয়াচে পুরো চার্জ দিলে এক ঘণ্টা সময় লাগবে।

ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে এই স্মার্টওয়াচের ব্যাটারি লাইফ বজায় থাকবে তিনদিন পর্যন্ত। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে এই স্মার্টওয়াচ ৮ দিন পর্যন্ত চালু থাকতে পারে বলে দাবি করেছে লাভা সংস্থা। তবে সেক্ষেত্রে সাধারণভাবে ব্যবহার করতে হবে স্মার্টওয়াচ। বিশেষ ফিচারগুলো চালু রাখা যাবে না।

কালো এবং ধূসর রঙে কেনা যাবে এই স্মার্টওয়াচটি। ভারতে লাভা প্রোওয়াচ জেডএন স্মার্টওয়াচের সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ২ হাজার ৫৯৯ টাকা। মেটালিক স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ২ হাজার ৯৯৯ টাকা। লাভা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট থেকেও কেনা যাবে স্মার্টওয়াচটি।

আরও পড়ুন

সূত্র: গিজমোচায়না

কেএসকে/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews