শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ইনিংসে উদ্বোধন করবেন কে- এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় এটি। দুই ওপেনারের একজন এনামুল হক বিজয় হতে যাচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিত। তবে দ্বিতীয় ওপেনার হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে নাজমুল হোসেন শান্তর নাম। যদিও সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে এই ব্যাপারে কিছু বলতে নারাজ টেস্ট অধিনায়ক।

টেস্ট ক্যারিয়ারে শান্ত চার ইনিংসে ওপেনিংয়ে ব্যাটিং করেছেন। যেখানে ১৮.৮৩ গড়ে তার রান ১১৩। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে এই পজিশনে ব্যাটিং তার জন্য বেশ চ্যালেঞ্জিং। এছাড়া বিভিন্ন সময় তিন থেকে শুরু করে ছয় নম্বর পজিশনেও ব্যাটিং করেছেন তিনি। তবে বাংলাদেশের অধিনায়ক সবচেয়ে সফল তিন নম্বর পজিশনেই। ৪৫ ইনিংসে ব্যাটিং করে শান্তর রান ৩৩.২২ গড়ে ১ হাজার ৪৬২। এই পজিশনে ব্যাটিং করে ৫ সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। তিন নম্বর পজিশন থেকে ওপেনিংয়ে নিয়ে আসা হলে সেটা শান্তর জন্য কঠিন হবে।  যদিও বাংলাদেশের অধিনায়ক রহস্য রেখে দিলেন। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, সেটা কালকেই (মঙ্গলবার)  বলতে চাই।  কারণ, আমি চাই না প্রতিপক্ষ আগে থেকে কোনও ধারণা পেয়ে যাক। ইনশাহআল্লাহ, কাল আমরা কী কম্বিনেশন নিয়ে খেলতে নামবো, সেটার ওপর নির্ভর করে একাদশ সাজানো হবে।’

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই টেস্টের মধ্য দিয়েই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) নতুন চক্র। প্রথম দুই চক্রে বাংলাদেশ শেষ করেছিল ৯ নম্বরে থেকে। সবশেষ ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের অবস্থান ছিল সাতে। কাল শুরু হতে যাওয়া নতুন চক্রে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। শান্ত জানালেন জয় দিয়েই এই চক্র শুরু করতে চান তারা, ‘অবশ্যই আমরা জিততে চাই। প্রতিপক্ষের সঙ্গে জেতাই মূল লক্ষ্য।’

সাধারণত গলের উইকেট স্পিনবান্ধব হয়ে থাকে। বিশেষ করে ম্যাচের তৃতীয় দিন থেকেই এখানে স্পিনারদের দাপট দেখা যায়। বাংলাদেশের স্পিনারদের চেয়ে কিছুটা এগিয়ে লঙ্কান স্পিনাররা। শান্তও স্বীকার করে নিলেন গলে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হবে, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’

যদিও শান্ত মনে করেন ব্যাটাররা ভালো সাপোর্ট দিতে পারবেন দলকে, ‘আমি বিশ্বাস করি ওপরের দিকে যারা ব্যাট করি, তারা একটা ভালো শুরু এনে দিতে পারবো। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি ভালো শুরু করতে পারি সেটা দলের জন্যও ভালো হবে। যেরকম দল এবার পেয়েছি, যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews