একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালের জনপ্রিয় হরর-ড্রামা ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি হলিউডের দুই সুপারস্টার ব্র্যাড পিট ও টম ক্রুজকে। অবশেষে বহুদিন পর সেই সম্ভাবনার কথা জানালেন ব্র্যাড পিট।

তবে সঙ্গে শর্তও জুড়ে দিয়েছেন তিনি। টম ক্রুজের মতো উড়োজাহাজ থেকে ঝুলে ঝুলে স্টান্ট করবেন না!

মেক্সিকোয় নতুন সিনেমা ‘এফ১’-এর প্রিমিয়ারে পিট বলেন, ‘টমের সঙ্গে অবশ্যই আবার কাজ করতে চাই। তবে শর্ত একটাই, মাটিতে থাকতে হবে! আমি উড়োজাহাজ থেকে ঝুলে পড়া কিংবা এমন পাগলামি কিছু করব না।’

নিতান্তই রসিকতায় এই মন্তব্য করেছেন পিট। তবে তাতে বাস্তবতার ছাপও স্পষ্ট। কারণ টম ক্রুজ হলিউডে পরিচিত তার মৃত্যুঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য। সাম্প্রতিক ‘মিশন: ইম্পসিবল - দ্য ফাইনাল রেকনিং’ ছবিতেও দেখা গেছে কীভাবে উড়ন্ত প্লেন থেকে ঝুলেছিলেন তিনি।

এদিকে ব্র্যাড পিটের ‘এফ১’ পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি, যিনি টম ক্রুজের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এরও পরিচালক। ‘টপ গান’ ২০২২ সালে বিশ্বব্যাপী আয় করেছিল ১৪০০ মিলিয়ন ডলার।

জোসেফ কোসিনস্কি সম্প্রতি ‘জিকিউ’ ম্যাগাজিনে বলেন, তার পরিকল্পনা ছিল এক সময় ‘ফোর্ড ভার্সেস ফেরারির’ জন্য টম ক্রুজ ও ব্র্যাড পিটকে একসঙ্গে কাস্ট করা। কিন্তু বাজেটের কারণে সে পরিকল্পনা বাতিল হয়।

ছবিটির গাড়ির অ্যাকশন সুপারভাইজার গ্রাহাম কেলি বলেন, ‘টম সবসময় সীমা ছাড়িয়ে যায়। এটা নির্মাতাদের জন্য অনেক চাপের। আমি বহু ‘মিশন: ইম্পসিবল’ ছবিতে তার সঙ্গে কাজ করেছি। ব্র্যাড সেদিক থেকে অনেক বেশি হিসেবি। সে নিজের সীমাবদ্ধতা জানে এবং বোঝে।’

ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফ১’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুন। অন্যদিকে টম ক্রুজ তার ‘মিশন: ইম্পসিবল’ দিয়ে গ্রীষ্মকালীন ব্লকবাস্টার শুরু করে দিয়েছেন মে মাসেই।

এখন দেখার পালা, নতুন কোনো ছবিতে এই দুই মহাতারকাকে আবার একসঙ্গে দেখা যায় কিনা।

এলআইএ/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews