জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে গঠিত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর প্রতিনিধিদের সঙ্গে আজ বিকালে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে গঠিত প্রতিনিধি দল বিকেল ৪টায় এ বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে।

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় গত এক মাস ধরে আন্দোলন করছেন কর্মকর্তারা। এই সংকট নিরসনের লক্ষ্যে এবারই প্রথম সরাসরি সরকারের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনায় বসছেন তারা।

‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ প্রতিনিধি দলে আয়কর বিভাগের প্রতিনিধি হিসেবে থাকছেন, মির্জা আশিক রানা, সেহেলা সিদ্দিকা, মুরাদ আহমেদ, মোরশেদ উদ্দিন খান, মোনালিসা শাহরীন সুস্মিতা, মো. মনিরুজ্জামান, মো. আসাদুজ্জামান, শাহ মোহাম্মদ ফজলে এলাহী, মো. আব্দুল্লাহ ইউসুফ ও লোকমান আহমেদ।

কাস্টমস ও ভ্যাট বিভাগ থেকে বৈঠকে অংশ নেবেন, হাছান মুহম্মদ তারেক রিকাবদার, আ আ ম আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম, মোহাম্মদ শহীদুল ইসলাম, ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী, নিপুন চাকমা, মো. শফিউল বসর, তানভীর আহমেদ, মো. আবু হানিফ সবুজ ও মো. সালেক খান। এছাড়া বিকল্প প্রতিনিধি হিসেবে থাকবেন, ইমাম তৌহিদ হাসান শাকিল ও মো. তারেক হাসান।

পরিষদের নেতারা জানিয়েছেন, তাদের মূল দাবি হলো রাজস্ব কাঠামোর স্বাতন্ত্র্য ও পেশাগত মর্যাদা বজায় রাখা। তাদের দাবি, এনবিআরের বিলুপ্তি শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো নয়, রাজস্ব আদায়ের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে ধ্বংস করার শামিল।

অন্যদিকে, চলমান আন্দোলনের কারণে ইতোমধ্যে কাস্টমস ক্লিয়ারিং, ট্যাক্স রিটার্ন যাচাই, রিফান্ড ইস্যু এবং ভ্যাট অডিট কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর ফলে আমদানি-রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে বলে সতর্ক করেছেন ব্যবসায়ী নেতারা। আজকের এই বৈঠক থেকেই সমাধানের পথ বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আলোচনার পর প্রয়োজনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চাওয়া হতে পারে বলে জানা গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews