গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়ার  ঘটনায় বিএনপির দুই নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। আর সোমবার সকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কামিটির সদস্য হেলাল উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটক অপরজন হলেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদ।

বিএনপির নেতাকর্মীরা জানান, কালিয়াকৈর উপজেলা, পৌরসভাসহ জেলার আটটি ইউনিটের কমিটি সম্প্রতি বাতিল করে জেলা বিএনপি। এরপর তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে বৈঠক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। গত শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয় মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম সিকদারকে ও সদস্যসচিব করা হয়েছে এম আনোয়ার হোসেনকে। পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মামুদ সরকার ও সদস্যসচিব করা হয়েছে মহসিন উজ্জামানকে। এছাড়া দুই কমিটিতেই মোট ৪১ জন সদস্য রয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেনে নিচ্ছেন না পারভেজ আহমেদ ও তার সমর্থকেরা। তারা নতুন কমিটি বাতিলের দাবিতে ওইদিন রাতেই বিক্ষোভ মিছিল করেন। একই দাবিতে রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সময়ে নতুন কমিটির পক্ষ থেকে আরেকটি মিছিল বের হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা–পুলিশ ও যৌথ বাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এরপরও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রতিপক্ষের মিছিলে হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার মধ্যরাতে গাজীপুর গোয়েন্দা পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে কালিয়াকৈর সাহেববাজার এলাকার নিজ বাসা থেকে হেলাল উদ্দিনকে আটক করে। একই সময়ে উপজেলার হিজলতলী এলাকার নিজ বাসা থেকে পারভেজ আহমেদকে আটক করা হয়।

আটকের পর রাতে তাদের গাজীপুর গোয়েন্দা অফিসে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল ৮টার দিকে ওই কার্যালয় থেকে সাবেক সভাপতি হেলাল উদ্দিনকে ছেড়ে দেওয়া হলেও পারভেজ আহমেদকে আটকে রাখা হয়েছে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. ফারুক বলেন, ‘ওই দুই নেতার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ হয়। ওই অভিযোগের ভিত্তিতে রাতে তাদের আটক করা হয়েছে। তবে সকালে সাবেক সভাপতি হেলাল উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়েছে।’ পারভেজ আহমেদের বিষয়ে জানতে চাইলে তিনি কালিয়াকৈর থানা পুলিশের সঙ্গে কথা বলতে বলেন।

কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, ‘আটকের বিষয়ে আমি কিছু জানি না। তবে রাতে একটি অভিযোগ সম্ভবত হয়েছে। অভিযোগটা দেখে বিস্তারিত বলতে পারব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews