নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত গাইবান্ধা-৩ আসনের নির্বাচন যাতে কোনোভাবেই বিতর্কিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্য কোনও আসনে নির্বাচন না থাকায় সবার নজর থাকবে এ আসনের প্রতি। তাই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ 
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২৭ জানুয়ারি গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ভালো নির্বাচন হয়েছে। ২৭ জানুয়ারি গাইবান্ধার স্থগিত আসনটির নির্বাচনের ব্যাপারেও সে রকম নজর দিতে হবে।’

জেলা প্রশাসনের অয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.আব্দুল মতিন।  এ সময় জেলা ও সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সম্পর্কিত কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ, গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। পরে পুণঃতফসিল ঘোষণায় আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ, জাপা, জাসদ, এনপিপি ও স্বতন্ত্রসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews