পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আগামী চার বছর চুক্তিভিত্তিক মেয়াদের জন্য তাকে পুনঃনিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রোববার (২৮ এপ্রিল) প্রেসিডেন্ট এর নির্দেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ২০২০ সালের ১৭ মে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির মধ্যে প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে সরকার। সে হিসেবে চলতি বছরের ১৬ মে তার মেয়াদ শেষ হবে। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল- ইসলাম কে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(৬) মোতাবেক আগামী ১৭ মে ২০২৪ হতে অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান পদে পুন:নিয়োগ প্রদান করা হলো। তাঁর বেতন- ভাতাদি ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে অভিযোগ রয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দীর্ঘদিন থেকে এই পদে বসার জন্য নানাবিধ অপচেষ্টা চালাচ্ছিলেন। এমনকি শেয়ারবাজারকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী অপতৎপরতা চালাচ্ছিলেন। এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৪ এপ্রিল স্বাক্ষর করার পরেও ফাইল আটকে রাখেন ওই কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের হস্তক্ষেপে অবশেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে প্রফেসর শিবলী রুবাইয়াত-উল- ইসলামকে পুন:নিয়োগ প্রদানের ফাইল ছাড়তে বাধ্য হন। যদিও ওই কর্মকর্তা কমিশনের চেয়ারম্যান হতে না পেরে এখন বাংলাদেশ ব্যাংকের পরিচালক হওয়ার জন্য উঠে পরে লেগেছেন। কারণ কয়েক দিন পরেই তিনি অবসরে যাচ্ছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews