নজিরবিহীন এক তাপপ্রবাহে রীতিমত পুড়ছে ইউরোপের দেশ পর্তুগাল। তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে সবচেয়ে বড় দাবানলের। দেশটির আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে। চলমান তাপদাহ তীব্র থেকে তীব্রতর হতে পারে।

পর্তুগিজ ইনস্টিটিউট অফ দ্য সি অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অনুসারে, পর্তুগালের মূল ভূখণ্ড এবং মাদেইরা ও আজোরসের দ্বীপপুঞ্জগুলো অতিবেগুনী (ইউভি) বিকিরণের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

আজ লিসবন এবং পাশের সমস্ত জেলাগুলো অতিবেগুনী বিকিরণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। পোর্টালেগ্রে, ইভোরা, বেজা এবং ফারো ছাড়াও আশেপাশের জেলাগুলো ঝুঁকিতে রয়েছে। আজোরস দ্বীপপুঞ্জও অতিবেগুনী বিকিরণের সংস্পর্শে আসার ঝুঁকিতে থাকবে আজ।

সাধারণত জুলাইের শেষ থেকে অক্টোবর পর্যন্ত তীব্র তাপদাহে পুড়তে থাকে লিজবনের আশপাশের জেলাগুলো। অন্য বছরগুলো থেকে এবারের তাপদাহ আগেই শুরু হয়েছে। তীব্র তাপদাহের কারণে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। সবাই ছুটে যাচ্ছে একটু প্রশান্তির আশায় সমুদ্রের পাড়ে ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews