কল না চাপলেও অনবরত পড়ছে পানি ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি কল না চাপলেও অনবরত পড়ছে পানি। শুধু নলকূপ নয়, কৃষিজমিতে সেচপাম্পের জন্য বসানো পাইপ দিয়েও এমনিতেই পানি বের হচ্ছে।মঙ্গলবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন সিংড়িয়া গ্রামের ঘটনা এটি।ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন সিংড়িয়া গ্রামের আবদুল মজিদের বাড়ির টিউবওয়েল ও ফুয়াদ হোসেনের দুটি সেচপাম্পের জন্য বসানো পাইপ দিয়ে কোনো প্রকার চাপ ছাড়াই পানি উঠছে অনবরত। এ ছাড়া আরও কয়েকজনের বাড়ির টিউবওয়েল ও সেচপাম্পের জন্য বসানো পাইপ দিয়ে পানি উঠতে দেখা গেছে। এই দৃশ্য দেখতে অনেকেই এসে ভিড় জমান ওই গ্রামে।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, মাটির তলদেশে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। তাই নলকূপ ও সেচপাম্পগুলোতে কোনো চাপ প্রয়োগ না করেই পানি উঠছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পানির স্তর নিচে নেমে গেলে আপনাআপনি পানি পড়া বন্ধ হয়ে যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews