থাইল্যান্ডে চলমান ৩৮তম আইএসটিএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ‘থাই কিংস কাপ’-এর ডিভিশন-১ 'এ' রেগু ইভেন্টে ২২ জুলাই দুটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। পাশাপাশি জয়রথ অব্যাহত রেখেছে নারী দলও।



পুরুষ দল দিনটির শুরুতে অস্ট্রেলিয়াকে ২-১ সেটে হারিয়ে শুভ সূচনা করে। প্রথম সেটে ৬-১৫ পয়েন্টে হারলেও পরের দুই সেটে ১৫-৯ এবং ১৫-১০ পয়েন্টে জয় তুলে নেয় তারা।







এরপর দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে সরাসরি সেটে ১৫-৮ ও ১৫-৯ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে দিনের তৃতীয় ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ১২-১৫ ও ৬-১৫ পয়েন্টে হেরে যায় তারা।

অন্যদিকে, রেগু ইভেন্টে বাংলাদেশ নারী দলও দেখিয়েছে উজ্জ্বল পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫-৮ ও ১৫-১০ পয়েন্টে জয় তুলে নেয় মেয়েরা। তবে পরের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ১৫-৯ ও ১৫-৬ পয়েন্টে পরাজিত হয় তারা।

বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এই জয় দলের জন্য একটি ইতিবাচক সূচনা, যা পরবর্তী ম্যাচগুলোতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। ’

উল্লেখ্য, আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের (আইএসটিএফ) আয়োজনে বিশ্ব সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ ২০২৫ ও ৩৮তম থাই কিংস কাপ অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডের সোংখলা প্রদেশের সেন্ট্রাল হাতাই শপিং সেন্টারের কনভেনশন হলে। ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলা এই আসরে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় সেপাক টাকরো দলগুলো। এবারের আসরে বাংলাদেশ পুরুষ ও নারী মিলে ২৬ সদস্যের একটি দল পাঠিয়েছে।

এআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews