২৫তম ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডের আসরে বাজিমাত করেছে ‌‘আফটারসান’। এটি চার্লট ওয়েলসের পরিচালিত প্রথম ফিচার চলচ্চিত্র। ১৬টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ছবিটি। শেষ পর্যন্ত ঘরে তুলেছে ৭টি পুরস্কার। দর্শক ও সমালোচক; দুই পক্ষেরই প্রশংসা পেয়েছে বাবা-মেয়ের সম্পর্ককে ভিত্তি করে নির্মিত ছবিটি। 

এ বছরের মে মাসে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবেও পুরস্কার জিতেছিল ‘আফটারসান’। সম্প্রতি গোথাম অ্যাওয়ার্ডের আসরে পেয়েছেন ছবিটির পরিচালক।
এবার  ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডের আসরে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা নবাগত পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা সম্পাদনা, সিনেমাটোগ্রাফি এবং সঙ্গীত বিভাগে জন্য পুরস্কার জিতেছে ‘আফটারসান’।

ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন আইরিশ অভিনেতা পল মেসকাল ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নবাগত ফ্রাঙ্কি কোরিও।
সূত্র : ভ্যারাইটি সাময়িকী ও গার্ডিয়ান


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews