সম্প্রতি পুরান ঢাকায় পিটিয়ে হত্যা, খুলনায় গুলি করে ও রগ কেটে হত্যা এবং চাঁদপুরে মসজিদের মধ্যে খতিবের ওপর নৃশংস হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে  হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। 

শনিবার এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা এ দাবি জানান।

যৌথ বিবৃতি দেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

তারা বলেন, ‘সারা দেশে এক অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না। পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে রাস্তায় পাথর দিয়ে সোহাগকে হত্যা, খুলনায় মাহবুবকে বাড়ির সামনে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা এবং চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে মারাত্মক আহত করাসহ সারা দেশে হামলা ও হত্যার ঘটনা ঘটছে। পুরান ঢাকা, খুলনা এবং চাঁদপুর শুধু নয়; সারা দেশ আজ আতঙ্কের কবলে। সরকার কঠোর হাতে দমন করার কথা বলছে, আবার উপদেষ্টাদের অনেকে এবং প্রেস সচিব- এসব ঘটনাকে হালকা করে দেখা, আড়াল করা ও কখনো দায় চাপানোর কৌশল নিচ্ছেন। ফলে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসের ভয়াবহতা বাড়ছে।’ 

বিবৃতিতে নেতারা বলেন, ‘একের পর এক নৃশংস হত্যাকাণ্ড দেখে দেশবাসী আতঙ্কিত। রাজনৈতিক পরিচয়ে দোষীকে আড়াল করা, রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে সরকারের দায় এড়িয়ে যাওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করার ফলে মানুষের নিরাপত্তা বলে কিছু থাকছে না। অন্তর্বর্তীকালীন সরকার এক বছর পরও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। এর ফলে গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা আজ ভুলুণ্ঠিত হওয়ার পথে।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার সাফাই গাওয়া নয়, কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জানমাল রক্ষায় দৃশ্যমান ভূমিকা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অবিচার রুখে দাঁড়াতে হবে এবং মব সন্ত্রাস প্রতিরোধসহ জান-মাল রক্ষায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews