সেনাবাহিনীর প্যারা কমান্ডো, নৌবাহিনীর সোয়াডস এবং ইউকে স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে সিলেটে ‘ইএক্স থান্ডার এফআইএসটি ২০২১’ নামে যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিলেট জালালাবাদ সেনানিবাসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ইউকে স্পেশাল ফোর্সের সঙ্গে এই যৌথ প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন প্যারা কমান্ডো, নৌবাহিনীর ১০ জন সোয়াডস সদস্য এবং ইউকে স্পেশাল ফোর্সের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরকে স্মরণীয় করে রাখার জন্য এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুই সপ্তাহের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল— কাউন্টার টেরোরিজমের বিভিন্ন বিষয়বস্তু, যুদ্ধকালীন চিকিৎসা সহায়তা, কাউন্টার আইইডি এবং জিম্মি উদ্ধার সম্পর্কে অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞান বিনিময় করা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews