কক্সবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১৮ হাজার ৯০০ পিস ইয়াবাসহ রামু থানার কনস্টেবল ইকবাল হোসেনকে আটক করেছে। এ সময় আরও একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে আটকদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামুর বাইপাস মোড়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় রামু থানার কনস্টেবল ইকবাল হোসেন ও তার সহযোগী ইয়াসির আরাফাতকে ১৮ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পাশাপাশি এ ইয়াবা চালানের সঙ্গে জড়িত আরেক ইয়াবাপাচারকারী পালিয়ে যায়। তাকেও এ মামলায় পলাতক আসামি করা হয়েছে।

রামু থানার ওসি আবুল মনসুর বলেন, এ ঘটনায় আটককৃত পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি আটককৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

কক্সবাজার পুলিশ সুপার মাসুদ হোসেন বলেন, ইয়াবাপাচারের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। পাশাপাশি ইয়াবা নির্মূলে কক্সবাজার জেলা পুলিশ বদ্ধপরিকর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews