আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমরা এ দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। এজন্য লালনের আদর্শই হবে আমাদের একমাত্র পথ প্রদর্শক।’ মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বাউল সম্রাট ফকির লালন শাহ সবসময় মানুষের ও মানবতার কথা বলেছেন। লালন তার দর্শন দিয়ে বার বার বলেছেন সবার উপরে হচ্ছে মানুষ। ধর্ম সব কিছুর উপরে নয়। মানুষের জন্যই ধর্ম। তাহলে মানবতায় আমাদের মূল ধর্ম। আমরা মানুষই সমাজের মধ্যে জাত নিয়ে বিভেদ সৃষ্টি করি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি চায়, আর এই শান্তি নষ্ট করতে কিছু মানুষ তৎপর। আপনারা দেখেছেন কিছুদিন আগে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হয়েছে। এ রায়ে পরিষ্কার হয়েছে, কিভাবে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে হত্যা করে ধ্বংস করে নিশ্চিহ্ন করতে চায়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যারা এ কাজ করেছে তারা কোনও রাজনৈতিক দল হতে পারে না, রাজনৈতিক আদর্শ হতে পারে না। রাজনীতি হবে তার আদর্শ দিয়ে, মানুষের কাছে নিজেদের উন্নয়ন তুলে ধরে মানুষের মন জয় করতে হবে। আদর্শ ছাড়া রাজনৈতিক দলের উদ্দেশ্যই হচ্ছে হত্যা, খুন করে যেভাবেই হোক ক্ষমতা দখল করা।’

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার সোহেল রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া কোর্টের জিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দি, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানসহ অনেকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews